মোবাইলে দূর থেকে অ্যাপ ইন্সটল করুন
October 23, 2018
Add Comment
আজ আমি আপনাদের এমন একটি ট্রিক শিখাব যে কিভাবে বন্ধু বা প্রেমিকা যাই বলি তার মোবাইলে কিভাবে হাত না দিয়েই অ্যাপ ইন্সটল দিবেন এবং এর জন্য আপনাকে আপনার বন্ধুর ইমেইল এড্রেস লাগবে তাহলেই okkk
প্রথমেই আপনি আপনার ফোনের Google Play Store Disabled করে দিবেন।
অ্যাপটি DISABLE করার পর আপনি আপনার ফোনের যেকোনো Browser এ চলে জান।
এখন আপনার বন্ধুর জিমেইল একাউন্ট আপনার মোবাইলে লগিন করে নিন
Request Desktop Site করে নিন
এরপর আপনার বন্ধুর মোবাইল মডেল চলে আসবে Install করে কোনো অ্যাপ ডাওনলোড করুন তারপর দেখবেন এই অ্যাপ আপনার মোবাইলে ইন্সটল না হয়ে আপনার বন্ধুর ফোনে ইন্সটল হবে, তবে হ্যা আপনাকে আপনার বন্ধুর ফোনে ডাটা কানেকশন দিতে হবে না হলে যখন ডাটা দিবেন দেখবেন অ্যাপ ইন্সটল হচ্ছে
Credit: EvansKhanTanbir