Thursday, May 10, 2018

হয়ে যান Google সার্চের Boss!

হয়ে যান Google সার্চের Boss!













১) ধরুন আপনি জানতে চান how to disable wifi in windows 10, সেক্ষেত্রে আপনি গুগল সার্চ বক্সে লিখুন
disable+wifi+in+windows+10
এভাবে লিখে সার্চ দিন। এভাবে How to টাইপজিনিসের ভালো লিঙ্ক পেয়ে যাবেন দ্রুত।

২) প্রায়ই দেখা যায় আমরা কোন বিশেষসফটওয়্যার বা গান একটি নির্দিষ্ট ওয়েবসাইটেইখুজতে চাই, যেমন ধরুন Kolaveri Di গানটি আপনি mediafire থেকে ডাউনলোড করতে চান তাহলে সার্চ বক্সে লিখুন এভাবে
kolaveri di+site:mediafire.com
বুঝতেই পারছেন এইভাবে মিডিয়াফায়ার এর গুষ্টি উদ্ধার করা যাবে :D

৩) যদি আপনি কোন সফটওয়্যার বা গান বামুভির শুধুমাত্র ডাউনলোড লিঙ্ক চান তাহলেসার্চ করুন এভাবে, ধরুন আপনিএডোবি ফটোশপ এর লিঙ্ক খুজছেন তাহলে সার্চবক্সে লিখুন এভাবে-
adobe photoshop+inurl:download
এভাবে আপনি ডাউনলোড লিঙ্কস এর লিস্ট পাবেন।

৪) খুব কাজের একটি ট্রিক্সঅনেক সময় দেখা যায় আমাদের নির্দিষ্ট কোন ফরম্যাট এরফাইল দরকার হয় যেমন pdf,eps,jpeg,exe তখন এভাবেসার্চ করুন যেমন ধরুন আমারসি++ প্রোগ্রামিং এর পিডিএফ দরকারতাহলে সার্চে লিখব এভাবে
c++:pdf

৫) ধরেন আপনি কিছু সার্চ করছেন, গুগোল আপনাকে অনেকগুল লিঙ্কের পাশা পাশি ফেইসবুকের অনেক পেইজেরও লিঙ্ক ধরিয়ে দিল। আপনি চাচ্ছেন না যে আপনার রিসাল্টে ফেইসবুকের কোন লিঙ্ক থাকুক। এই সব ক্ষেত্রে আপনি যা সার্চ করছেন তার পরে লিখবেন -facebook.com । অর্থাৎ একটা মাইনাস চিহ্ন দিয়ে দিবেন। বেস ফেইবুকের কোন লিঙ্ক আসবে না ।

৬) কোন কিছুর অর্থ বুঝছেননা। অন্য কারও কাছ থেকে সাহায্য না চেয়ে গুগলের কাছ থেকেই সাহায্য নিন।
 শুধু শব্দটির পূর্বে define লিখে দিন। যেমনঃ define: scholarship

৭) আপনি কোন শব্দের বিকল্প বা সমার্থক শব্দ খুজতে চাচ্ছেন। হয়ত জানতে চাচ্ছেন “alternative energy” কি কি হতে পারে। এখন alternative energy সম্পর্কে আপনার কিছুটা জানা আছে যেমন renewable energy হলো এক ধরনের alternative energy. কিন্তু আপনি যদি আরো জানতে চান তাহলে কিভাবে? সার্চ বক্সে নির্দিষ্ট শব্দের আগে ‘~’ চিহ্নটি বসিয়ে দিন। যেমন নিচে লেখা হয়েছে ~alternative energy sources.

৮) একটি সাইটের অনুরূপ অন্যান্য সাইট খোঁজার প্রয়োজন হয় তাহলে পরিচিত সাইটটির আগে লিখুন related:। যেমনঃ related:facebook.com লিখে সার্চ দিলে গুগল আপনাকে Facebook এর মত বেশ কয়েকটি সাইটের সার্চ রেজাল্ট দেবে।

৯)[intitle:সার্চ কোয়েরি] অথবা [intext:সার্চ কোয়েরি] এই সিনট্যাক্স ব্যবহার করলে আপনাকে কাংঙ্খিত সার্চ শব্দটি ওয়েবসাইট টাইটেল অথবা সাইটের অন্তর্ভূত টেক্সট থেকে বের করে দেবে। যেমনঃ intitle:bangladeshi music লিখে সার্চ দিলে, যেসব ওয়েব সাইটের টাইটেলে bangladeshi music কথাটি আছে, সেসব সাইটকে রেজাল্টে দেখাবে। অন্যদিকে, intext:bangladeshi music লিখে সার্চ দিলে, যেসব ওয়েব সাইটের শুধুমাত্র টেক্সটে (টাইটেলে নয়) bangladeshi music কথাটি আছে, সেসব সাইটকে রেজাল্টে দেখাবে।

১০) আপনি যার উত্তর চান, সেই বাক্যটি পূরণ করে নিন একটি * চিহ্ন দিয়ে। যেমন Bangladesh was liberated in * লিখে সার্চ দিলে প্রথমেই আমাদের স্বাধীনতার বছর ১৯৭১ পেয়ে যাবেন। তেমনি California is located in * লিখলে California is located in United States. পেয়ে যাবেন।

Credit: Ri Rizvi (ফূর্তি বালক)
Share This :
SUBSCRIBE TO OUR NEWSLETTER

Add Your Comments

bold <b>b</b>
italic <i>i</i>
underline <u>u</u>
HTML<code></code> use Parser

Emoticon
Parser
😊
😉
😀
😁
😎
😍
😜
😑
😇
💖
😯
😱
😭
👍
🍻