ইন্টারনেট ছাড়াই ব্যবহার করুন Google translate
October 23, 2018
Add Comment
ইন্টারনেট ছাড়াই Google translate কিভাবে ব্যবহার করবেন ?
ইন্টারনেট ছাড়াই Google translate ব্যবহার করতে চাইলে প্রথমে আপনাকে play.google.com এ গিয়ে "google translate" অ্যাপ টি ফ্রীতে আপনার মোবাইল ডিভাইসে ইন্সটল করে নিতে হবে। ইন্সটল করার পর আপনি অ্যাপকে ওপেন করবেন। বাকি নিছের স্টেপ দেখুন।
১। অ্যাপ ইন্সটল করে ওপেন করুন এখুন ওপেন করার পর ভাষা সিলেক্ট করুন ভাষা সিলেক্ট করার সময় লক্ষ করুন ভাষা এর পাশে বাটন বাটন দেখা যাচ্ছে এখুন আপনি যে ভাষা বিনা ইন্টারনেটে দেখতে চান সেটা কে ডাউনলোড করে নিন।
উপরের ডাউনলোড বাটনে ক্লিক করলে নিচের মত একটা বক্স আসবে সেখান থেকে Download এ ক্লিক করুন দেখুন খুব বেশি হলে ২০-৩০ এমবি মত ফাইল হবে। এবার এই ফাইল ডাউনলোড হলে আপনি অই ভাষা ইন্টারনেট ছাড়াই translate করতে পারবেন।
নোটঃ কিন্তু বাংলা ভাষার জন্য মনে হয় এখুনও আপডেট আসেনি ডাউনলোড বাটন দেখা যাচ্ছে না। তাই আমাদের জন্য এখুন এটা একটু সমস্যা হবে কিন্তু যে রাখুন পরে যদি আপডেট হয় তাহলে আপনার কাজে আসবে। কিন্তু আপনিও চেক করেন আপনার হয়ত ডাউনলোড অপশন আসতে পারে।