Monday, September 3, 2018

Blogger এ ফ্রি তে সাইট খুলুন এবং পছন্দমতো Theme Upload করুন

Blogger এ ফ্রি তে সাইট খুলুন এবং পছন্দমতো Theme Upload করুন
September 03, 2018



আজ দেখাবো কিভাবে Blogspot বা Blogger এ ফ্রিতে সাইট তৈরি করে theme upload করবেন।

গুগুল ব্লগ বা Blogspot এ ফ্রি সাইট তৈরি করার জন্য আমাদের প্রথমে একটা জিমেইল আইডি’র প্রয়োজন হবে।

যাদের নেই তারা এক্ষুনি gmail.google.com এড্রেস-এ গিয়ে জিমেইল আইডি টি খুলে নিন।
আর যাদের রয়েছে তাদের নতুন করে আইডি খোলার প্রয়োজন নেই। তবে হ্যা মন চাইলে নতুন আইডি দিয়েও ব্লগ সাইট টি খুলতে পারেন।

যাইহোক, এবার আপনারা নিচের ধাপসমূহ অনুসরন করুন।
প্রথমে আপনি http://www.blogger.com
এ যান। তারপর আপনার জিমেইল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে ব্লগারে সাইন ইন করুন।

তারপর, নতুন পেজটি তে আপনাকে স্বাগতম জানানো হবে। যাইহোক আপনি উক্ত পেজের নিচের অংশে যান। তারপর, “ব্লগারে অবিরত রাখুন” অথবা “Continue blogger” এ ক্লিক করুন।

নতুন পেজটি ওপেন হলে “নতুন ব্লগ” বা “New blog” এ ক্লিক করুন।



“নতুন ব্লগ” এ ক্লিক করার পর পেজটি নিচের ছবিটির মত দেখাবে




১. এবার আপনি শিরোনাম বা title -এ, আপনার ব্লগ সাইটের টাইটেল নামটি দিন।

২. ঠিকানা বা address -এ, আপনার ব্লগ সাইট টি যে নামে খুলতে চান সে নামটি দিন।

৩. টেমপ্লেটের তালিকা থেকে যেকোন একটি টেমপ্লেট নির্বাচন করুন।

উপরের কাজগুলো শেষ হলে এবার “ব্লগ তৈরি করুন!” লিখাটি-তে ক্লিক করে ব্লগটি সম্পন্ন করুন। ব্যাস আপনার ব্লগটি তৈরি হয়ে গেল। এবার আসি থিম আপলোডের বিষয়ে।

1. প্রথমে আপনার কাঙ্খিত ব্লগের dashboard এ যান। এবার template এ যান।

এবার Backup /Restore এ ক্লিক করুন।

Backup /Restore এ ক্লিক করার পর দেখুন  নতুন একটা  page open হলো।  এবার Choose এ ক্লিক করে আপনার কাঙ্খিত template এর . xml ফাইলটি আপলোড করুন।

এবার কয়েক সেকেন্ড অপেক্ষা করুন।  সম্পূর্ন থিমটি আপলোড হলে,  নিচের Upload বাটনে ক্লিক করুন।


Upload বাটনে ক্লিক করার সাথেই আপনার থিমটা আপলোড এবং save হয়ে গেলো।
এবার Layout থেকে আপনার মনমত ব্লগটাকে সাজিয়ে নিন।

সবাই ভালো থাকবেন, আল্লাহাফেজ।


Share This :
SUBSCRIBE TO OUR NEWSLETTER

Add Your Comments

bold <b>b</b>
italic <i>i</i>
underline <u>u</u>
HTML<code></code> use Parser

Emoticon
Parser
😊
😉
😀
😁
😎
😍
😜
😑
😇
💖
😯
😱
😭
👍
🍻